ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হিলিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২৩-০৩-১০ ০৭:৫৩:০৬
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এমন প্রতিপাদ্যকে নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, স্কাউটস হাকিমপুর শাখার কমিশনার আনোরুল হক টুকু, স্কাউট লিডার তারেক, কাব লিডাার মহিদুল ইসলামসহ অনকে। বক্তারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ভুমিকম্পসহ অন্যান্য দুর্যোগে করনীয় সম্পর্কে আলোকপাত করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী