ডালবুগঞ্জে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় নারীসহ আহত ৬
- এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
-
২০২৩-০৩-০৯ ১২:০৭:৪৯
- Print
আগামী ১৬ মার্চ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের হামলায় ঘোড়া মার্কার সমার্থকের দুই নারীসহ ৬ জন আহত হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ৮ নং ওয়ার্ডের গোলের পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অলিউল্লাহ নান্নু সিকদারের বোন দুই বারের মেম্বার সাহানারা বেগম (৩৮) ভাগ্নী মুক্তা বেগম (৩৬), রিফাত, সিফাত, মামুন সিকদার। এসময় প্রচার প্রচারণায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অলিউল্লাহ নান্নু সিকদারকেও লাঠি দিয়ে আঘাত করেন নৌকা মার্কার সমার্থকরা।
ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অলিউল্লাহ নান্নু সিকদার বলেন, সকালে গোলের পাড় গ্রামে আমার ঘোড়া মার্কার প্রচার প্রচারণা করতে গেলে নৌকা মার্কার সমার্থক রিয়াজ মৃধার নেতৃত্বে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে প্রথমে আমার সমার্থকদের গালিগালাজ শুরু করে। তখন আমার বোন সাহানারা তাদের থামতে বললে ওর ওড়না ধরে টান দিতে যায় তখন আমার ছেলে রিফাত প্রতিবাদ করতে গেলে রিফাত ও আমার সমার্থকের উপর লাঠি দিয়ে পিটাতে শুরু করে। পরে গুরুতর অবস্থায় আমার বোন শাহানারা বেগমকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
অলিউল্লাহ নান্নু সিকদার আরো বলেন, ডিসি স্যার বলছিলো সুষ্ঠু নির্বাচন উপহার দিবে তবে এখন তো নৌকার প্রার্থী ও সমর্থকরা আমার কর্মীদের উপর প্রতিদিন প্রচার প্রচারণায় বাঁধা দেয় এবং হামলা করে। প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করে।
হামলার অভিযোগ অস্বীকার করে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধক্ষ্য দেলোয়ার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজনের উপর আমার সমর্থকরা আগে হামলা করেনি উল্টো তারাই আমাদের সমর্থকের উপর হামলা করে। যাতে ৮ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহত হন।
মহিপুর থানার এসআই আসাদ জানান, ২ নং ওয়ার্ডে সমস্যা থাকার কারনে গোলের পাড় গ্রামে যেতে সময় লাগে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়া এখন পর্যন্ত কোন চেয়ারম্যান লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।