ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বিভাগীয় পর্যায়ের প্রথম হওয়ায় শাহপরান সিয়ামকে সংবর্ধনা দিল উপজেলা প্রাশাসন
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৩-০৯ ০৮:০৬:৩৩

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জসিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের  অষ্টম শ্রেণীর ছাত্র শাহপরান সিয়ামকে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এ রংপুর বিভাগীয় পর্যায়ে ক -গ্রুপ বালক -এ লং জাম ইভেন্টে প্রথম স্থান অধিকার করায় সফলতার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হল রুম শাহপরান সিয়ামকে সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। 

এ সময় উপজেলার সম্মান বয়ে আনায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সিয়ামকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। সিয়াম উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের হোসেন আলী ও সাহেরা দম্পতির ছেলে। সিয়ামের এই সাফল্যে খুশি সিয়ামের মা-বাবা ও শিক্ষক। এ সময় তারা সিয়ামের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। যাতে সিয়াম জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করতে পারে। পরে সিয়ামের সফলতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শাহপরান সিয়াম বলেন, উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে ও বিভাগী পর্যায়ের প্রথম স্থান অধিকার করেছি, যার যার উপজেলা প্রশাসন আজ আমাকে সংবর্ধনা দিয়েছে। এর জন্য আমি অনেক খুশি এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। সামনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে যাচ্ছি এজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

উপজেলা নিবাহী অফিসার সুমন দাস জানান,শাহপরান সিয়াম বিভাগীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে ফুলবাড়ীর সম্মান বৃদ্ধি করেছে, সে  ফুলবাড়ীর গর্ব,তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিয়ামের জন্য শুভকামনা জানাচ্ছি।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ