ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুমকিতে চাইনিজ রেস্তোরাঁ পুড়ে ছাই- ১০লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু
  • ২০২৩-০৩-০৯ ০৭:৩২:১০

পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে থানাব্রীজের পশ্চিম পাশে ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে থানাব্রীজের খায়রুল ইসলামের জেএস ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁর ভিতরে আগুন দেখে স্হানীয়দের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হ‌ওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজের কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মূহুর্তে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উপস্থিত জনতা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

অপরদিকে খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফাস্টফুড চাইনিজ রেস্তোরাঁর মালিক খাইরুল ইসলাম জানান, ১০লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

 উল্লেখ্য দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায়‌ই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত হচ্ছে ভুক্তভোগী অনেক পরিবার। স্হানীয় পিরতলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন,  প্রতিবছর এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী