ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
মূল্য তালিকা না টাঙানোয় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৯ ০৭:০৯:৪৯

দিনাজপুরের হিলিতে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না রাখা এবং আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের  দাম বেশি নেয়ার অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে,ভোক্তা অধিকার সংরক্ষণ ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা শাখার সহকারী পরিচালক মমতাজ বেগম এ অভিযান চালিয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয় সুত্র জানায়, আসন্ন রমজান মাস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের বাজারে পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। এতে পণ্যের মূল্যতালিকা না রাখা এবং পণ্যের বেশি মূল্য নেয়ার অভিযোগে প্রিন্স ভ্যারাইটিজ স্টোর, মেসার্স কাশেম স্টোরসহ পাঁচটি দোকানে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আসন্ন রমজানে কোনো ব্যবসায়ী ভোক্তার কাছে যাতে বেশি দামে পণ্য বিক্রি করা না হয়,সে জন্য দোকানে পণ্যের মূল্যতালিকা টানাতে হবে। একইসাথে ভোক্তাদেরও সজাগ থাকতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ