ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দিনাজপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজ ছাত্র বিপুল
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৯ ০৭:০৩:৫৫

দিনাজপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজ ছাত্র বিপুল।  ফেসবুকে ফেক আইডি খুলে পরিকল্পিতভাবে খুন হয়েছে কলেজ ছাত্র শাহারিন আলম বিপুলকে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামিদের আদালতে প্রেরণ করে অধিকতর তদন্তের জন্যে রিমান্ড চাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ৯ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য দিয়েছেন, জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।

পুলিশ সুপার বলেন, বুধবার রাতে ৪ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের বিশেষ টিম। বিপুল হত্যার আসামিরা হলেন,দিনাজপুর সদর উপজেলার শালকী বোয়ালমারী গ্রামের মো. রশিদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৫), উপশহরের ৬ নং ব্লকের পুরাতন পাওয়ার হাউজ এলাকার মো.উজ্জ্বল হোসেনের ছেলে শাকিব শাহরিয়ের (২০),সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ আশরাফুল হোসেন মিলন (১৯) ও উপশহরের হাউজিং মোড় ৭ নং ব্লকের হামিদুর রহমানের ছেলে মোঃ আসিফ মাহমুদ হৃদয়(২০)।

দিনাজপুর পুলিশ সুপার সাংবাদিকদের জানান,দিনাজপুর দক্ষিণ কোতয়ালীর আস্করপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও  দিনাজপুর  সরকারি সিটি কলেজ প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র শাহারিন আলম বিপুল (১৮)কে  ফেসবুকে SAKIB AHMED SUVO নামে ফেক আইডির মাধ্যমে গত ৪ মার্চ  বাড়ি থেকে ডেকে নেয় আনে আসামিরা। সেইদিন থেকে নিখোঁজ ছিলো বিপুল। 

বিপুলের নিখোঁজের বিষয়ে তার ভাই শাহরিয়ার আলম ৫ মার্চ কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি ( জিডি) নথিভুক্ত করেন।

৬ মার্চ সোমবার দুপুর ২ টা ১০ মিনিটের দিকে দিনাজপুর স্টেডিয়ামের প্রথম গেটের গ্যালারির ডানদিকে গ্যালারির নিচে ময়লার স্তুপ থেকে অর্ধগলিত দুর্গন্ধযুক্ত একজনের মৃতদেহ উদ্ধার করে। মরদেহটি বিপুলের বলে তা সনাক্ত নিহত বিপুলের পরিবার। 

সুরতহাল প্রস্তুতকালে এটিকে একটি পরিকল্পিত হত্যাকান্ড ধরে নিয়ে দ্রত ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়। একই দিন ভিকটিমের বড় ভাই মোঃ শাহারিয়ার আলম বাদী হয়ে ০১ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা নং-২২/১৯১, তারিখঃ ০৬/০৩/২০২৩  ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।

হত্যাকান্ডের পর থেকেই এজাহার নামীয়সহ অপরাপর আসামীরা আত্নগোপনে চলে যায়। অভিযান টিমের ধারাবাহিক কার্যক্রম এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি দেলোয়ার গ্রেফতারের পর কলেজ ছাত্র বিপুল হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ সাংবাদিকদের লিখিতভাবে জানান,আসামী মোঃ দেলোয়ার হোসেন, পুরভী (ছদ্ম নাম) নামের এক মেয়েকে পছন্দ করে। কিছুদিন সম্পর্ক করার পর পুরভীর ভিকটিম বিপুলের সাথে সক্ষতা হয়। দেলোয়ার বিষয়টি মেনে নিতে পারছিলোনা। সে বিপুলকে সরাসরি টার্গেট করে হত্যার পরিকল্পনা করতে থাকে। প্রথমে তারা বিপুলকে পর্যবেক্ষন শুরু করে। বিপুলের ফেইসবুক হতে তার ছবি তোলার শখটি চিহ্নিত করতে সক্ষম হয়। আর এটাকেই তারা কৌশল হিসেবে বেছে নেয়।

 গত ০১/০৩/২০২৩ তারিখে SAKIB AHMED SUVO নামে  ভুয়া ফেইসবুক একাউন্ট খুলে ভিকটিমের সাথে চ্যাটিং শুরু করে। ছবি তোলার বিষয়ে মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান চলতে থাকার এক পর্যায়ে ভিকটিমকে ০৬ (ছয়) দিনের জন্য ক্যামেরা ধার দেওয়ার প্রলোভন দেখায়। মাত্র ০৩ (তিন) দিনের কথপোকথনে অপরাধীরা ভিকটিমের মনে বিশ্বাস অর্জনে সক্ষম হয়। তাদের কথাবার্তা বিশ্বাস করে ভিকটিম তাদের ফাঁদে পা দেয়। তাকে বলা হয়, জেলা স্কুলে অধ্যায়নরত শামীম রেজা সাগর (ছদ্ম নাম) নামে একজন ০৪/০৩/২০২৩ তারিখ সকালে  ৯ টার সময় স্টেডিয়ামের ০১ নং গেটে ক্যামেরা নিয়ে অপেক্ষা করবেন বলে জানান। ঘটনাস্থলে আসার জন্য ০১ নং আসামি দেলোয়ার ভিকটিমকে ১০০ টাকা বিকাশ করে। ভিকটিম সরল বিশ্বাসে স্টেডিয়ামের ০১ নং গেটে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেলোয়ার, শাকিল ও সাগর এবং আসিফসহ অজ্ঞাতনামা ১/২ জন সহযোগী আসামি ভিকটিমকে ঘটনাস্থলে  নিয়ে যায়। ভিকটিম প্রতিবাদ জানালে তর্কা তর্কি শুরু হয়।  এরই এক পর্যায়ে মাথার পিছনে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, লাশ ময়লা আবর্জনা দিয়ে ঢেকে দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। একই সাথে তারা ভিকটিমের  মোবাইল হেফাজতে নেয়। তাদের মোবাইল হতে চ্যাটিং ডিলেট করে উক্ত SAKIB AHMED SUVO নামীয় ফেইসবুক একাউন্ট ডি-এক্টিভেট করে দেয়। তারা ম্যাসেঞ্জার ব্যবহার করে অত্যান্ত কৌশলের আশ্রয় নিলেও অভিযান দলের কৌশলের কাছে পরাস্থ হতে বাধ্য হয়েছে। গ্রেফতারকৃতদের কাছে একটি R15 ১৫৫ সিসি মেট ব্লাক+কালো রংয়ের মোটরসাইকেল,একটি ফোরবি ১৬০ সিসি মোটর সাইকেল ও ০৪টি এন্ড্রোয়েট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম ছাড়াওঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন,কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ্ এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ শামীম হক অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ