ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হাতীবান্ধায় পতাকা দিবস পালিত
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২৩-০৩-০৯ ০৭:০১:০২

আজ ৯ মার্চ । ১৯৭১ সালের এ দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় পাকিস্তানী পতাকায় অগ্নি সংযোগ করে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

মহান মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম কমিটি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলামসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ওই সময় এ পতাকা উত্তোলন করেন। দিনকে স্মরণ করতে প্রতি বছরের ন্যায় আজো স্থানীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন আনুষ্ঠানিক ভাবে এ পতাকা উত্তোলন করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর জব্বার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকুনুরজ্জামান সোহেলসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত