ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরে ট্রাক চাপায় কলেজ ছাত্রী নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৮ ০৬:৫২:০৩

দিনাজপুর চিরিরবন্দরে মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রী প্রিতী রাণী (২০) নিহত হয়েছে। 

আজ বুধবার ১১ টার  দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে ।

নিহত ছাত্রী প্রিতী রাণী দিনাজপুর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও সদর উপজেলার নতুন ভুষিবন্দর এলাকার জেলে পাড়ার  ছত্রমোহন রায়ের কন্যা ।

স্থানীয়রা জানায়, কলেজ ছাত্রী প্রিতী রাণী ভ্যাটারী চালিত ভ্যান যোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হয়। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রীজের সামনে এসে পৌচ্ছালে দিনাজপুর গামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতী রানী মৃত্যু হয়। 

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী