ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আন্তর্জাতিক নারী দিবসে রায়পুরায় র্্যালী ও আলোচনা সভা
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০৩-০৮ ০৬:৪৯:৩৯

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীর রায়পুরায় র্্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থা।

র্্যালীটি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের আশপাশ এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। 
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, উপজেলার এনজিও এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত