ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০৩-০৮ ০৬:৪৫:০৮

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ বুধবার সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাক দুর্গাপুর শাখার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে শোভাযাত্রা শেষে দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পাটবীজ কর্মকর্তা রুবেল হক,  ব্রাক দুর্গাপুর শাখার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার ওমর ফারুক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান বৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত