ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে সাহসী সাংবাদিক দুররানী'কে গুণিজন সংবর্ধনা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৮ ০৬:৪৩:৩৭

দিনাজপুরে অকুতোভয় বিশিষ্ট সাহসী সাংবাদিক জাতীয় দৈনিক নওরোজের সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী'কে গুণিজন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 দিনাজপুরের একটি চাইনিজ রেস্তোঁরায় সোমবার রাতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।

নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের আয়োজনে   সংগঠনেরর সভাপতি শাহ আলম শাহী'র সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং দৈনিক নওরোজের ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল হক নভেল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

কবি মামুনুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক নওরোজের ব্যুরো চীপ বাবু আহম্মেদ বাব্বা। এছাড়াও বিশিষ্ট ছড়াকার মমিনুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জমকালো এ অনুষ্ঠানে ডিনারের আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীয়মান কণ্ঠশিল্পী সাদেকুল ইসলাম স্বাধীন সহ অনুষ্ঠানে গুণি শিল্পীরা সঙ্গীত পরিবেশ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী