বণার্ঢ্য আয়োজনে মধ্যে দিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা”এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে বুধবার ( ৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, এডভোকেট শামিমা ইয়াছমিন রিমা প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।এইসব কর্মসূচির পাশাপাশি নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন এবং ছোটবেলা থেকে সন্তানদের এ বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয় প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, এনজিও প্রতিনিধিরা ও বিশিষ্ট সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি সঞ্চালনায় করেন, মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ বাবুল আকতার খান।