ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে মানবপ্রেমী ওসি'র তৎপরতায় আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৩-০৬ ০৯:১৯:৫৫
রাজশাহীর দুর্গাপুরে মানবপ্রেমী ওসি'র তৎপরতায় পাল্টেগেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি। জনমনে স্বস্তির নিঃশ্বাস। রাজশাহীর দুর্গাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছেন দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক। এই ওসি যোগদানের পর কমে গেছে মাদকের ভয়াবহতা, খুন-জখম, অপহরণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ চাঁদাবাজির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন উপজেলার কৃষক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। সাধারণ মানুষ বলছেন হঠাৎ করেই পাল্টে গেছে অপরাধ প্রবণ এ উপজেলার দৃশ্যপট। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধীদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। পুলিশের কৌশলী ভূমিকার কারণেই ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় সচেতন মহল বলছেন, দুর্গাপুর উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রয়েছে দুর্গাপুর থানায় কর্মরত বাংলাদেশ পুলিশ পুলিশ কর্মকর্তা । বিশেষ করে থানার ওসি নাজমুল হক এর যোগদানের মধ্য দিয়ে ফিরে এসেছে এলাকার শান্তিশৃঙ্খলা । তবে প্রশাসনের এই সাফল্যে গাত্রদাহ শুরু হয়েছে কিছু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তেরসহ দালালদের। কারণ ইতিমধ্যে তাদের স্বার্থে আঘাত পড়েছে। যেকারণে এ থানার ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতির দিকে যাচ্ছে। ইতিপূর্বে এই থানায় ইতিপূর্বে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেভাবে ভূমিকা নিতেন বর্তমানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওসি নাজমুল হক চৌকস কর্মঠ ও কৌশলী হওয়ায় যুগোপযোগী আধূনিক ডিজিটাল পদ্ধতিতে এবং নিজেই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রনে ব্যাপকভাবে পরিবর্তনে এনেছেন। উপজেলার তৃনমূল ইউনিয়ন গুলোতে বসবাসকারী জনসাধারনের মাঝে লাগালে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে বিট অফিসার নিয়োগ করেছেন। তৃণমূল পর্যায়ে ইউনিয়নে বিট অফিসার নিয়োগ করায় পূর্বের চেয়ে অনেক গুণ বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন তৃণমূলের জনসাধারণ। দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে দুর্গাপুর থানায় ওসি নাজমুল হক যোগদানের পর থেকে তার সু কৌশলী চিন্তাভাবনায় তৃণমূল পর্যায়েও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। বর্তমানে ওসি যোগদানের পর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে বলে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা জানান। দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ বলেন, ওসি নাজমুল হকের যোগদানের পর থেকে দুর্গাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র পাল্টে গেছে। বর্তমানে মানুষ নির্বিঘ্নে চলাচল ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। ওসি নাজমুল হক ইতিমধ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুর্গাপুর উপজেলা শাখা ব্যবস্থাপক বেনজির আহমেদ বলেন, ব্যাংকের অনেক গ্রাহক যারা সাধারণ ব্যবসায়ী সারাদিন ব্যবসা-বাণিজ্য শেষে অফিস শেষ টাইমে ব্যাংকে এসে টাকা জমা দিতেন। তারা পূর্বে রাস্তাঘাটে ছিনতাইকারীদের কবর থেকে বাঁচতে অনেক সময় ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা নিতেন। দুর্গাপুর থানায় ওসির নাজমুল হক যোগদানের পর থেকে রাস্তাঘাটে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতীর কারণে বর্তমানে ব্যবসায়ীদের রাস্তাঘাটে প্রটেকশনের জন্য ব্যাংক কর্মকর্তাদের আর সহযোগিতার প্রয়োজন হয় না। বর্তমানে দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। উপজেলার বিভিন্ন নানা শ্রেণিপেশার মানুষ স্বস্তিবোধ করে বলছেন তারা বর্তমান পরিস্থিতিতে বেশ খুশি। দুর্গাপুর উপজেলার সকল পেশাজীবী জনসাধারণের এক আস্থার নাম ওসি নাজমুল হক। দুর্গাপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা বলেন, ওসি নাজমুল হক যোগদানের পর থেকে নিরাপত্তার সাথে সুষ্টুভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা হচ্ছে। এখন বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসা-বাণিজ্য করা দোকানদারদের সন্ত্রাসী চাঁদাবাজদের কাছে বখরা দিতে হয় না, বর্তমানে দুর্গাপুর থানা এলাকায় ডাকাতি, ছিনতাই রাহাজানির মতো তেমন কোন ঘটনা নেই, হাট বাজার এলাকায় নেই কোন ছিঁচকে চোরের উপদ্রব। অত্যন্ত শান্তির শৃংঙ্খলার মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। দুর্গাপুর উপজেলার সর্ববৃহৎ সিংগা হাটের ইজারাদার ফারুক হোসেন বলেন, দুর্গাপুর উপজেলা কৃষিপ্রধান এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা মৌসুম অনুযায়ী খেজুর গুড়, ধান, গম, রবিশষ্য, পেয়াজ, আলু, ভূট্টা, সবজি সহ সারা বছর উৎপাদিত কৃষি পণ্য ক্রয়ের উদ্দেশ্যে এই হাঁটে আসা পাইকারি ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে ঢলন প্রথা চালু করে এই হাটের কৃষকদের জিম্মি করে মন প্রতি ২ থেকে ৫ কেজি হারে ঢলন সহ ৪০ কেজিতে মন এর স্থলে ৪২-৪৫ কেজিতে মনহারে পণ্য কিনতেন। এ কারনে লোকসানের মুখে পড়তেন এই অঞ্চলের কৃষি পণ্য উৎপাদনকারী কৃষকরা। দুর্গাপুর থানায় ওসি নাজমুল হক যোগদানের পর কৃষকদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া মাত্রই সিংগা হাটে এসে ইজারাদারের মাধ্যমে কল পাইকাড়ী ব্যবসায়ীদের ডেকে বাতিল করে দিয়েছেন। বর্তমানে কৃষকরা এই হাটে ন্যায্য ওজনের মাধ্যমে বিভিন্ন ফসল পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকেন। উপজেলা মোটর- শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতা আব্দুল মজিদ বলেন, কিছুদিন পূর্বেও উপজেলার বিভিন্ন রাস্তাঘাট দিয়ে পরিবহন চলতে গেলে বিশেষ বিশেষ এলাকায় স্থানীয়দের চাঁদা দিতে হতো। ও প্রধান প্রধান সড়কে রাত্রী কালীন যাত্রীবাহী ও পন্য আমদানী-রপ্তানী কাজে নিয়োজিত পরিবহন গুলোকে ছিনতাই ও ডাকাতদের কবলে পড়তে হতো।কিন্তু বর্তমানে উপজেলা ও পৌরশহর সহ ইউনিয়ন গুলোর প্রান্তিক পর্যায়ের রাস্তা-ঘাট-হাট- বিভিন্ন মোড় সহ জনসমাবেশ স্থলগুলোতে দিন-রাত পুলিশ টহল অব্যাহত থাকায় বর্তমানে পরিবহন চালক, ব্যবসায়ী, পথচারীদের রাস্তাঘাটে পড়তে হতো অনেক সমস্যায়। বর্তমানেওসি বেশ চমক দেখিয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভাল। দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু জানান, বর্তমান ওসি নাজমুল হক এর কৌশলী ভূমিকার কাছে হার মেনেছে অপরাধীরা। পাড়া-মহল্লায় শান্তি-শৃঙ্খলা কমিটি তৈরি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছেন। তিনি প্রশংসা পাওয়ার দাবি রাখেন। তবে পুলিশের এই প্রশংসনীয় ভূমিকা মানতে পারছেন না কতিপয় স্বার্থাম্বেষী মহল। কারণ পুলিশের ভূমিকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাত্রা বেশ কমে গেছে। দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুল হক বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। এ থানাকে সব ধরণের অপরাধমুক্ত ও একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছি। এ ধারা অব্যাহত থাকবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী