ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ১৩'শ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধু রচিত 'আমার দেখা নয়াচীন' বই
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৩-০৬ ০৫:২৬:১৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৩'শ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'আমার দেখা নয়াচীন' বইটি বিতরন করা হয়েছে। এছাড়াও সেখানকার কৃষ্ণনগরে বঙ্গবন্ধু চত্বরের উদ্ধোধন করা হয়। আজ দুপুরে উজানচর খেলার মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এতে বক্তৃতায় উপমন্ত্রী বলেন-২০০৮ এর নির্বাচনে আওয়ামীলীগ যখন ডিজিটাল বাংলাদেশ গঠনের ইসতেহার দিয়েছিলো তখন বিএনপিসহ বিরোধীদল টিপ্পনী কেটেছিলো। আজকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন-আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম আছে। প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হয়। এই করোনার মাঝেও সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিক ভাবে। তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের কথা বলে লাভ নেই। আমরা কোন কিছুই আমলে নিচ্ছি না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি।এর বাইরে কে কি গবেষণায় বললো তা আমলে নেওয়ার বিষয় না। উজানচর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ