ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০৩-০৬ ০৫:১০:১৭
সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর বাজারে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ। সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, জেলা বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই শিক্ষার্থী ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটর সাইকেল নিয়ে বেলকুচি থেকে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এসময় তাড়াশ উপজেলার মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছে। মরদেহ সনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটি সনাক্তের চেস্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী