ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে স্ত্রী মনিরার নির্যাতন ও সহিংসতার শিকার স্বামীর সংবাদ সম্মেলন
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৪ ১১:৩৯:২৯

স্ত্রী মনিরা বেগম মুন্নীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, সহিংসতা এবং জীবনহানীর আংশকা রয়েছে অভিযোগে সংবাদ সম্মেলন করলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা গ্রামের মৃত মহসীন আলীর পুত্র মো: গোলাম কিবরিয়া। 

৪ মার্চ শনিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ এনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মোঃ গোলাম কিবরিয়। এসময় তিনি বলেন , আমার স্ত্রী মোছাঃ মনিরা বেগম এর সাথে গত ১৬/০৬/২০০৪ ইং তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। 

আমাদের সাংসারিক জীবনে দুই জন সন্তান রয়েছে। কিন্তু বিবাহের পর হতেই আমি ভয়াবহ পারিবারিক, নির্যাতন ও সহিংসতার মধ্যে সংসার করে আসছি। আমার স্ত্রী একজন অত্যান্ত সম্পদলোভী ও বেপরোয়া অবাধ্য অবাধ্য উশৃংখল মহিলা।। ভবিষ্যতের কথা চিন্তা করে তার সব কিছু দোষ ত্রুটি ও নিষ্ঠুরতা সহ্য করে এতদিন সংসার করছি। কিন্তু দিন দিন আমার উপর নির্যাতন ও সহিংসতার মাত্রা বেড়ে যায়। সে সর্বদা তার বড় বোন  নাসরিন জাহান (মোসুমী এর কু পরামর্শে চলাফেরা করে। আমার স্ত্রী অন্য পুরুষ মানুষের সহিত প্রশ্নবোধক ও সন্দেহজনক ভাবে মধ্যরাত পর্যন্ত ঘোরাফেরা করে। আমি তাহাকে এসব কর্ম থেকে বিরত থাকার কথা বললে আমাকে শারীরিক নির্যাতন করে। মিথ্যা মামলা হামলার ভয়়-ভীতি দেখায়। ইতিপূর্বে আমাকে গুন্ডা বাহিনী দিয়ে মৃত্যুর ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বক বিরামপুর শহরের বাড়ীর অতি মুল্যবান জায়গা তার নিজ নামে লিখে নিয়ে এবং আমার আরও অন্যান্য মূল্যবান জায়গা জমি লিখে নেওয়়ার জন্য বা বিক্রি করে বিক্রিত সম্পত্তির টাকা তার ব্যাংক! হিসাব নম্বরে জমা করার জন্য নানা ভাবে চাপ সৃষ্টি করে আসছে। 

ভয়-ভীতি দেখানো, বাধ্য করে জায়়গা জমি নেওয়়ার বা অন্যান্য জায়়গা জমির বিক্রিত টাকা তার হিসাবে জমা করার বিষয়টি যেন আমার নিকটজন বা আত্মীয় স্বজনেরা জানতে না পারে, সে জন্য আমার মোবাইল ফোন দিন তার কাছে় রেখে দিতো। আমাকে আমার আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কাহারো সহিত আমাকে দেখা করতে দিতো না এবং আমাকে বাড়ীর ভিতর রেখে বাহির থেকে তালা দিয়ে বাড়ীতে বন্দী করে রাখতো।

 ইতিপূর্বে সে কয়েকবার বিভিন্ন খাবারের মাধ্যমে এবং অপরিচিত লোকের দ্বারা আমাকে হত্যার চেষ্টা করেছে। এমতাবস্থায়় তার সহিত আমার অবস্থান চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। আমি বর্তমানে তার দ্বারা প্রবল হুমকী, ও নিরাপরাহীনতার শিকার। সে আমাকে দিয়ে আমার নিজের বোন, অন্য নারীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করতে আমাকে বাধ্য করেছে। আমার জীবন ক্ষতি হওয়়ার সমূহ আশংকা থাকায় গত ১৭/০২/২০২২ ইং তারিখে সুযোগ বুঝে বাড়ী থেকে বের হয়ে় নিরাপদ স্থানে এবং মুক্তভাবে জীবনযাপন করছি। 

একারণে আমার স্ত্রী মনিরা বেগম আমার ভাই বোন আত্বীয়-স্বজনের নামে বিরামপুর থানায় মিথ্যা অভিযোগ করেছে,আমি প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সহযোগীতা চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: গোলাম মোস্তফা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী