ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে প্রথমবারের মত শুরু হচ্ছে শিশু-কিশোর নাট্যৎসব
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৪ ১১:৩৮:২৬

দিনাজপুরে আগামীকাল ৬ মার্চ থেকে প্রথমবারের মত শুরু হচ্ছে ৮ দিনব্যাপি শিশু-কিশোর নাট্যৎসব। এতে মঞ্চায়ন করা হবে শিক্ষার্থীদের অভিনিত ১৯ টি শিক্ষামূলক নাটক। দর্শনীর বিনিময়ে ১ টিকেট কেটে ৩ টি করে নাটক উপভোগ করতে পারবেন সব শ্রেণির দর্শকেরা। 

৪ মার্চ শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান নাট্য সমিতির সভাপতি চিত্তঘোষ, সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু ।

নাটকের মাধ্যমে মাদকাসক্তি জঙ্গীবাদ থেকে জড়িয়ে পড়া থেকে আগামী প্রজন্ম রক্ষার পাশাপাশি  সংস্কৃতিমনা দেশপ্রেমিক মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠান দিনাজপুরের শতবর্ষী সংগঠন নাট্য সমিতির নিজস্ব মঞ্চে ৬ মার্চ (উদ্বোধনী)  প্রথম দিনে বিকাল ৫ টায় মঞ্চায়ন করা হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "কাবুলিওয়ালা" নাটক। এর আগে আনন্দ শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ অন্যান্যরা। 

প্রসঙ্গত, ২০ মার্চ পর্যন্ত ৮ দিনে একে একে মঞ্চায়ন করা হবে অস্তিত্বের সন্ধ্যানে, মালেকার বিয়ে, অগ্নিগীরি, বাসেত মিয়ার জমি, ডাকঘর, দেশি মুরগী বনাম বিদেশী মুরগী, সিলেবাসের বাইরে প্রধান শিক্ষক, ডেল্লাখের গল্প, বাড়িয়ে দাও হাত, চিকটিক, জুতা আবিষ্কার, কালোছায়া, দুস্টু বাঘ, ইভটিজিং, ছুটি, সুকুমার রায়, খুকির শিক্ষা সফর এবং খ্যাতির বিড়ম্বনা ' নামক শিক্ষামূলক নাটক সমুহ। প্রতিটি নাটকে অভিনয় করবেন উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!