ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্টাফদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০৩-০৪ ১০:৩০:৫৬
রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বৃন্দের উচ্চতর ডিগ্রী অর্জন, চাকরী জনিত (অফিসিয়াল) ও স্টাফদের অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫মার্চ শনিবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিদায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (কনসালটেন্ট অর্থপেডিক সার্জারী) ডা. এ এস এম ডা. আব্দুল্লাহ্, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান, মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন মালিথা নিয়মিত বদলী এবং উচ্চতর ডিগ্রী অর্জনে ডা. তাহিদুল ইসলাম, ডা. ফরিদুর ইসলাম, ডা. মো. মসিদুল হক, ডা., মায়িশা করিম, ডা. রিফাত বিনতে আলম, ডা. শরিফুল ইসলাম, ডা. মায়িশা তাসনিম, ডা. শেখ মো. রুহুল আমিন, ডা. মো. হালিম নাজমুল ডা. তাজনীন জাহান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুজাহিদুল হক প্রাং, উপসহকারী মেডিকেল কমিউনিটি অফিসার সালেহা খাতুন, অফিস সহায়ক হাবিবুর রহমান, আয়া পিয়ারা বেগম ও পরিচ্ছন্ন কর্মী জুরিয়ান মুরমুকে অবসর জনিত বিদায় দেওয়া হয়। বিদায়ী সকলকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও পক্ষ থেকে সন্মাননা স্বারক ও গ্রিফট প্রদান প্রদানের মাধ্যমে সকলের সুস্থ্য, দীর্ঘাযু ও মঙ্গল কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী