ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুর প্রেসক্লাবের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৩-০৪ ০৪:৪৩:৩৭
ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) দুপুর বারোটায় দিনাজপুর প্রেসক্লাবের এম.আব্দুর রহিম মিলনায়তনে এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু। বক্তব্য রাখেন,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী,সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ অন্যরা। সাধারণ সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল এক বছরে প্রেসক্লাবের আয় ৬ লক্ষ ৪৭ হাজার ৪৩৩ টাকা এবং ৬ লক্ষ ৪৭ হাজার ৪৩৩ টাকা। এ সময়ে দিনাজপুরের প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু জানান,সাংবাদিকদের কল্যাণে এরই মধ্যে ৮ লক্ষ টাকার কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। যা আগামীতে সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে। এ সময় প্রেসক্লাবের সদস্যসহ সহ সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন