ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের কারিগরি প্রশাক্ষনের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • সোহাগ জামান, ফরিদপুর
  • ২০২৩-০৩-০২ ০৬:২২:১৬

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরনে কারিগরি ও বৃত্তিমূলক প্রশাক্ষনের ভূমিকা শীর্ষক প্রকল্পে সম্পৃক্ত প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী ও অভিভাবক এবং সরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে অভিজ্ঞতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এডিডি ইন্টারন্যাশনালের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে  ফরিদপুর শহরতলীর বদরপুরস্থ্ ব্রাক লার্নিং সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
এডিডি ইন্টারন্যাশনাল ফিল্ড কো অডিনেটর মোঃ আসাদুল্লাহর সঞ্চারনায় ও সূর্যদয় প্রতিবন্ধি সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্যার সভাপিতত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মাশউদা হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, ইনিস্টিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামসহ এনজিও ব্যক্তিত্ব ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

এসময় সমাজের প্রতিবন্ধি ব্যক্তদের মূলধারায় ফিরিয়ে আনতে ৫০জন বিশেষ চাহিদা সম্পূর্ন ব্যক্তিদের নানা বিষয়ে প্রশিক্ষন প্রদান শেষে তাদের অভিজ্ঞাতা তুলে ধরা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিশেষ চাহিদা সম্পূর্ন ব্যক্তিদের প্রশিক্ষনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত