রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আলী, আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ দুর্গাপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।