ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চিরিরবন্দর ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় গৃহবধু নিহত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৩-০২ ০৬:১৮:৩৩

দিনাজপুর চিরিরবন্দরে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা  ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোছাঃ জাকিয়া খাতুন (৩৫)নামে এক গৃহবধু  নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২ টার সময় উপজেলার আন্ধারমুয়ার বাজারের পাকা রাস্তার উপর এই সড়ক দূর্ঘটনাটি ঘটেছে । নিহত গৃহবধূ উপজেলার  ইউসুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ পাড়া গ্রামের  আনোয়ার হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চিরিরবন্দর রানীরবন্দর রোডে আন্ধারমুয়া বাজারে সাইকেল থেকে নামেন জাকিয়া খাতুন। ঠিক একই সময়  রানীরবন্দর থেকে আসা ইট বোঝাই দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে থাকা সাইকেল ও ভ্যানে ধাক্কা দিলে চাকার নিচে ঢুকে যায় জাকিয়া খাতৃুন । এসময় ঘটনাস্থলে গুরুত্বর আহত হলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক  ট্রাক্টরটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী