ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৩-০১ ০৮:২৩:৫৮

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ওই এলাকার ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। নিহতের নাম ও পরিচয় এখন পাওয়া যায়নি। তিনি আরও জানান, এটা হত্যা; নাকি দুর্ঘটনাবশত মৃত্যু সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী