ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে সরকারি বি এল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-০৩-০১ ০৮:১৯:২৭

জমজমাট আয়োজনে শেষ হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএল (বনওয়ারীলাল) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 

বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি ছিলেন জেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার  কাজি সলিমুল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, সাবেক জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আনোয়ার হোসেন ফারুক,  বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা প্রমুখ ।এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  নুরুল আলম শেখ।

এমপি হাবিবে মিল্লাত মুন্না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের  মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করতে উপদেশ দেন।মাদক ও বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বক্তৃতায় জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ও সিরাজগঞ্জের উন্নয়ন কার্যক্রমসমূহ সম্পর্কে  অবহিত করেন।

এসময় অত্র বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা ,অভিভাবকগণ সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত