"সারা দেশ,সারা পৃথিবী "এই শ্লোগানকে সামনে রেখে শাহ্ আলম শাহীকে আহবায়ক এবং আনোয়ার হোসেন সদস্য সচিব করে দিনাজপুরে 'আমরা ৮৮' আহবায়ক কমিটি হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটিতে ৮৮ বন্ধু সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এবং দিনাজপুর সহকারি কলেজের সহযোগি অধ্যাপক ('বাংলা) মো. লাল মিয়া উপদেষ্টা হিসেবে রয়েছেন।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার রাতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুর জেলায় আমরা ৮৮ এই কমিটি গঠিত হয়। এ সময় দিনাজপুর প্রেসক্লাব এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত মজুমদার ডলার অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্ঠ ভোটে কমিটির নেতৃবৃন্দকে নির্বাচিত করেন।
আমরা ৮৮ দিনাজপুর জেলা কমিটির নির্বাচিতরা হলেন, আহবায়ক -শাহ্ আলম শাহী, যুগ্ম-আহবায়ক শাহজাহান নভেল, মো.মাসুদ হোসেন,মিনারুল ইসলাম মিনার, কাজী মুন্নি, সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্য, অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর, সুলতানুল ইসলাম, শামীম করীর অপু, সৈয়দ আজাদুর রহমান বিপু, নার্গিস বিশ্বাস, রিয়াজুল ইসলা রিয়াজ, মামুনুর রহমান জুয়েল, আবুল কাসেম, মো.রফিকুল ইসলাম, আব্দুর রহমান, ফারজানা মালা, নাদিম হোসেন, রঞ্জিত কুমার কুন্ডু, শরিফুল ইসলাম ছুটু, বাবু চৌধুরী, রানা বিপ্লব, মো আসাদুজ্জামান আসাদ ও মো.নেহাল।
পর্যায়ক্রমে সদস্য বাছাই করে পরবর্তীকালে নতুন সদস্য কমিটিতে অন্তভুক্ত করা হবে সভায়
সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষ শাহী অনলাইন পণ্যের সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে 'আমরা ৮৮।শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে তুলে দেয়।
পরে রাতে দিনাজপুর আদালত পাড়ায় কর্মরত নৈশ্য প্রহরী ও পরিছন্নকর্মীদের মাঝে কম্বল উপহার দেয় আমরা ৮৮ প্যানেল দিনাজপুর।