ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে ছয়টি ঈদ জামাত। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে ৭টা ৫০, ৮টা ৪৫, ৯টা ৩৫, ১০টা ৩০ এবং ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ উদযাপিত হবে উল্লেখ করে, ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এদিকে করোনা সংক্রমণরোধে জাতীয় ঈদগাহ ময়দান খোলা মাঠ বা উন্মুক্ত স্থানের পরিবর্তে ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা যাবে; কোলাকোলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।