ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০২-২৮ ০৬:৫৫:০৭

রাজশাহীর দুর্গাপুরে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ মিনি হলরুমে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক নয়ন হোসেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, দুর্গাপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আলী, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজাহার আলী খান, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম সম্রাট, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভার যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন সহ সরকারি বেসরকারি দপ্তর সমূহের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী