ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মনবাড়িয়ায় গভ. মডেল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০২-২৮ ০৬:৫১:৩৫

ব্রাহ্মনবাড়িয়ায় ঐতিহ্যবাহী গভ. মডেল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের খেলার মাঠে নান্দনিক ডিসপ্লে  প্রদর্শণীর পর দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা আক্তার, গভ. মডেল গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক পারভিন আক্তার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক  মোহাম্মদ গিয়াস উদ্দিন মৃধা, দেবব্রত দাস মোঃ আতাউর রহিম মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ কামরুল আনাম খান,  মোছা নাছিমা বেগম, সাইফুল ইসলাম সরকার, ফয়সাল আহমদ, মোঃ মনজুরুল আহসান, মোসাম্মৎ ফারজানা আফরোজ, মোঃ মোস্তাকিম খান, মোঃ হুমায়ুন কবীর,মোঃ তৈবুর রহমান, মোঃ ইউনুস আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা। এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান। পরে জেলা প্রশাসক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী