ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরা পলাশতলীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০২-২৭ ১০:১০:২৫
নরসিংদীর রায়পুরায় ৭৫নং পলাশতলী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে ও সালাহ উদ্দিন রতন মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালিব মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মানিক মাষ্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী