ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
পার্বতীপুরে মসজিদে ধুর্ধর্ষ চুরি
  • মামুনুর রশিদ, পার্বতীপুর(দিনাজপুর)
  • ২০২৩-০২-২৭ ০৮:০২:০১
দিনাজপুরের পার্বতীপুর সুন্দরীপাড়া রেলগেট সংলগ্ন জামে মসজিদে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ২টার সময় এক দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল মসজিদে আগত ইন্দোনেশিয়ান তাবলিগ জামায়াতের আমির ফারুক ও সদস্য আবুজার এর বেশ কিছু টাকা ও মোবাইল সেট চুরি করে। মসজিদটিতে ইন্দোনেশিয়ান ৯জনসহ আরও দুইজন বাংলাদেশী সফরসঙ্গী অবস্থান করছিল। এ চুরির ঘটনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় শহরের রোস্তম নগর মহল্লার অতি সৎ ব্যক্তি হিসেবে পরিচিত হায়দার আলী। চোরের দল তারও একটি মোবাইল সেটসহ উপার্জনের একমাত্র অবলম্বন অটো ভ্যানের ৫টি ব্যাটারী খুলে নিয়ে যায়। হায়দার আলী ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানের এই দ্রব্যমূল্যের বাজারে নতুন করে ব্যাটারী কেনা আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়। আমার এমন কোন বাড়তি আয় জমা নেই যা দিয়ে ভ্যানে ব্যাটারী সংযোজন করবো। এমন পরিস্থিতিতে আমাকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হবে। তিনি অতি দ্রæততম সময়ের মধ্যে তার চুরি হওয়া ব্যাটারীসমুহ উদ্ধার করতে পুলিশ প্রশাসনের সাহায্য কামনা করেছেন। ইন্দোনেশিয়ান তাবলিগ জামায়াত এর আমির ফারুক ও স্থানীয় সদস্য প্রভাষক আবু সায়েম দুঃখ প্রকাশ করে বলেন, বড় ধরনের কোন কিছু না ঘটলেও মসজিদের ভেতরে চুরি করাটা খুবই লজ্জাজনক। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি আমি অবগত হওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এলাকাটি রেলওয়ে থানার আওতাধিন। তিনি রেলওয়ে থানা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন বলে নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ