ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
আগামি জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ- আইজিপি মামুন
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২৩-০২-২৭ ০৭:৪০:৪৩
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে এটা চূড়ান্ত। আর ঐ নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে আমরা তা পালন করতে প্রস্তুত আছি। সোমবার বিকালে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। আইজিপি বলেন, দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে আমি বলবো যে, আমাদের পুলিশের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারনেই আমরা জঙ্গীবাদের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আইজিপি আরও বলেন, আমাদের দেশে যে প্রচলিত আইন আছে সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতিপূর্বেও আমরা কিন্তু আইন-শৃঙ্খলাজনিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতএব আগামী দিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমরা সক্ষম এবং এ বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে। এসময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডাঃ তৈয়্যবা মুসাররাত চৌধুরী, এডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা