রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি মিতা। আজ রবিবার বেলা ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজে এই চেক বিতরণ করা হয়। এসময় ২২ জন অসহায় ও বিপদগ্রস্তদের মাঝে মোট ৮ লাখ ৯০ হাজার টাকা বিতরন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
অনুষ্ঠানে এমপি মিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায়দের জীবন মান উন্নয়নে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় দেশের গৃহহীনদের ভূমিসহ বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। পাশাপাশি আর্থিক ভাবে অসচ্ছল পরিবারের মাঝে অনুদান প্রদান করা হচ্ছে। এর সবই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় থাকার কারণে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে আবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।