ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ভোট চুরি রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত - ডা.জাহিদ
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০২-২৫ ১১:২৬:২০
বিএনপির কেন্দ্রীয় ভাইস -চেয়ারম্যান প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,'আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দখল, লুণ্ঠন, টেন্ডারবাজী ও দুর্নীতির। ভোট চুরি রাজনীতিতে আওয়ামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাজনীতি করছে। তাই জনগণ আমাদের সঙ্গে আজ রাজপথে নেমেছেন। এই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে আজ হাজার হাজার জনতা অংশ নিয়েছেন।’ আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসুচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের লিলি মোড়-ভুটিবাবুর মোড়-মুন্সিপাড়া হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস -চেয়ারম্যান প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,'দেশের মালিকানা, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ও জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আজ অসখ্য জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নেমেছেন। যত দিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের পতন না হয়, ততদিন কেউ ঘরে না ফেরার শপথ করেছেন। বিএনপির নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছেন। মামলা মকদ্দমা, গায়েবী মামলা দিয়ে কোনো কাজ হবে না।' বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোর দাবিতে দিন্সজপুর জেলা বিএনপির এ পদযাত্রার কর্মসূচি শেষে সমাবেশে সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মোকাররম হোসেন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে শহরের মর্ডাণ মোড়ে একই সময়ে জেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ ডাকায় জেলা পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে কৌশল অবলম্বন করে। জেলা বিএনপির এ কর্মসুচি পুলিশ বেষ্টনীর মধ্যে রেখে শান্তিপূর্ণ ভাবে কর্মসুচি পালন করাতে সক্ষম হয়।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা