ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মিলিত বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০২-২৫ ১১:২২:১৭
স্মাট বাংলাদেশ বিনির্বানের লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুন প্রজন্মকে একত্রিত করার লক্ষ্যে দুর্গাপুরে পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মিলিত বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউনিয়নে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্মিলিত বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খাঁন। ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আজমাইন ইকতিদার জোহা'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাউসার আলী মন্ডলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন। ছাত্রলীগের সম্মিলত সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম কহিদু্ল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব, পৌরসভার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান নিঝুম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের ৯ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের নাম গ্রহন শেষে যাছাই-বাছাইয়ের মাধ্যমে সভাপতি সম্পাদকের নাম ঘোষনা করা হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত