ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০২-২৫ ১১:১৮:৩২
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ শে ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মেডিকেল কনসালটেন্ট ডাঃ মোস্তফা কামাল খান, মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল আল মামুন, ডাঃ রেজওয়ানা জেবিন, নার্সিং সুপারভাইজার রেহেনা বেগম ও স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তাছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামগন। উক্ত কর্মশালায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি ও খাদ্য বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় এবং জনসচেতনতার জন্য সকলকে অবগত করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী