ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে মতবিনিময় সভা
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০২-২৫ ১১:১৭:১১
কুড়িগ্রামের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিবন্ধনসহ সার্বিক কার্মক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ‍্যে ইউনিয়ন পর্যায়ে সবশেষ সদর ইউনিয়নের এ মতবিনিময় সভা বালিকা উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার এ সভায় সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব‍্য রাখেন অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আরও বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ গোলাম ওয়াদুদ, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম‍্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম‍্যান শরীফুল আলম সোহেল, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মোর্শেদুর রহমান আঙ্গুর, লালমনিরহাট জর্জ কোর্টের এ‍্যাডভোকেট রাজু আহমেদ, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, শিল্পপতি ওয়াহেদ আলী, আদর্শ উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, উদযাপন কমটির যুগ্মসচিব আবুবকর সিদ্দিক মিলন, সদস‍্য আব্দুল আজিজ বাবুল, শামসুজ্জামান হাসু, নজির হোসেন, একতা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র রায়, নওদাবস সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন রায়, ফুলবাড়ী সপ্রাবির প্রধান শিক্ষক মর্জিনা বেগম, পশ্চিম পানিমাছকুটি সপ্রাবির প্রধান শিক্ষক শামছুল হক বাদল প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, নুরুল হুদা দুলাল, সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ‍্যাপক লিপ্টন মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালসহ প্রাক্তন শিক্ষার্থী, সূধিজন, কলেজ গভর্ণিং বডির সকল সদস‍্য, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ। শিক্ষার্থী ও অতিথি নিবন্ধন কার্যক্রম ২৫ মার্চ পর্যন্ত চলবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আয়োজন করা হবে বলে জানান উদযাপন কমিটির আহ্বায়ক। কলেজটির প্রাক্তন ৫০ হাজারের অধিক শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থী ও অতিথি সুধীগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান করে উদযাপন কমিটি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী