দেশের ৯ গুনীকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক প্রদান
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০২-২৫ ১০:৪৭:৫২
- Print
স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে দেশের ৯ জন গুণী ব্যক্তি পেয়েছেন শহীদ ধীরেন্দ্রনাথ দও স্মৃতিপদক ২০২৩। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে পদক প্রদান অনুষ্ঠান হয়।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণীজন সংবর্ধনা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এই আয়োজন করে।
পদকপ্রাপ্তরা হলেন-চিকিৎসায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, শিক্ষায় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম,সাহিত্যে নন্দিত কথা সাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন-শৃঙ্খলায় পুলিশের এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), সাংবাদিকতায় তুষার আবদুল্লাহ, সঙ্গীতে শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) ফেরদৌস আহমেদ, সংস্কৃতিতে (নারী) তারিন জাহান। অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা ক্রেষ্ট, মেডেল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে ছিলেন ‘বঙ্গবন্ধু চেয়ার' অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও গুণীজন সংবর্ধনা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার,সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. মোঃ আবু সাঈদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন।
স্বাগত বক্তব্য রাখেন গুণীজন সংবর্ধনা পরিষদের সভাপতি এম. আব্দুল বাছেদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য এবং ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর সিইও মোঃ সাহেদ হোসেন । পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তমা।