ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া বসবাস করা অসম্ভব:বিডিইউ উপাচার্য
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-০২-২৪ ০৯:১১:৫৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে আমাদেরে টিকে থাকতে হলে অবশ্যই প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া পঞ্চম শিল্প বিপ্লবে টিকে থাকা অসম্ভব। ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ শুক্রবার দুপুরে রাজধানীর পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর আয়োজনে প্রস্পেক্ট অফ ডাটা সাইন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে মাননীয় উপাচার্য একথা বলেন। মাননীয় উপাচার্য বলেন, প্রোগ্রামিং ছাড়া ডাটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি সম্ভব না। এগুলো সবগুলোকে প্রোগ্রামিং গাইড করে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং মানুষ যাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো মানবিকতার সাথে সহজভাবে ব্যাবহার করতে পারে সেজন্য আমাদের সামনে পঞ্চম শিল্প বিপ্লব উপস্থিত। মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,বাংলাদেশে আমরা এখনো গ্লোবাল বিগ ডাটাগুলো তৈরি করতে পারি নি।আমরা গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানের নিকট এখনো জিম্মি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে বিগ ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে এবং সেটা এখনি নিতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট হাবিবুল্লহ এন করিমের মডারেশনে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডাটা সাইন্টিস্ট এন্ড ইনোভেশন স্পেশালিস্ট এম এ বারি।এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাশরুর, ডাটা সফট সিস্টেম এর প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, এসএসএল ওয়্যারলেস এর পরিচালক ও সিটিও শাহজাদা রেদওয়ান-সহ অনেকে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী