৫ কোটি টাকা নিয়ে উধাও ছাত্রলীগ নেতা শান্তর বিরুদ্ধে থানায় ১২ অভিযোগ
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০২-২৪ ০৯:০৯:২৮
- Print
৫ কোটি টাকা হাতিয়ে উধাও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার রায়ের (৩০) বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় ১২ অভিযোগ জমা পড়েছে। গত ১৮ই ফেব্রুয়ারী গা ডাকা দেন শান্ত। পরের দু-দিন ৪০/৫০ লাখ টাকা পাওনা পরিশোধের কথা ছিলো তার। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদকও ছিলেন শান্ত। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সক্রিয় সদস্য তিনি। শান্ত নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের নির্মল রায়ের ছেলে।
এক লাখ টাকায় এক সপ্তাহে ১০ হাজার টাকা লাভ। দুই লাখে ২০ হাজার। যে যত বেশি টাকা দেবে, তার লাভ তত বেশি।এভাবেই লোভের ফাদে ফেলে ৫ কোটি টাকা হাতিয়ে নেন শান্ত। চট্টগ্রামে পিতার সিগারেট ও স্বর্ণের ব্যবসার কথা জানিয়ে সেখানে ইনভেষ্টের কথা বলে এলাকার লোকজনের কাছ থেকে লাভে টাকা নিতো সে। এরমধ্যে টাকার লাভ দিয়ে আস্তাও অর্জন করে। এক লাখ টাকা দিলে সপ্তাহ শেষে ১০ হাজার টাকাসহ ফেরত দেয়। ১০ লাখ টাকা নিয়ে এক লাখ টাকা লভ্যাংশ সহ ফেরত দেয় । ব্যাংক থেকে বেশী লাভ পাওয়ায় অনেকেই লোভে পড়ে বিপুল পরিমাণ অর্থ দেয় তাকে। শর্ত ছিল কাউকে এই লাভের কথা বলা যাবে না। পিতা নির্মল কুমার রায় পরিবার নিয়ে চট্রগ্রামে বসবাস করলেও শান্ত গ্রামের বাড়ি নবীনগরের বড়িকান্দিতে বসবাস করতো। সবাইকে চট্টগ্রামে তার বাবার স্বর্ণের ব্যবসার কথাই জানাতেন। কখনো সিগারেটের ব্যবসার কথাও বলতেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান- যে ১২টি অভিযোগ জমা পড়েছে তাতে ২ থেকে আড়াই কোটি টাকা পাওয়ার দাবী করা হয়েছে তার কাছে।