ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
স্মার্ট দিনাজপুর ২০ ক্রিকেট টূর্ণামেন্ট' শুরু
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০২-২৪ ০৯:০৫:১৯
জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুরে শুরু হয়েছে,স্মার্ট দিনাজপুর ২০ ক্রিকেট টূর্ণামেন্ট' ২০২৩। দিনাজপুরের ঐতিহাসিক গোর- এ-শহীদ বড় ময়দানে এ টূর্ণামেন্ট' এর উদ্বোধন করেন,রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এই টূর্ণামেন্ট দিনাজপুর,রংপুর,রাজশাহী ও ঢাকার শক্তিশালী ১২ টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর- এ-শহীদ বড় ময়দানে এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-দিনাজপুরের আয়োজনে 'স্মার্ট দিনাজপুর ২০ ক্রিকেট টূর্ণামেন্ট' ২০২৩' উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট দিনাজপুর ২০ ক্রিকেট টূর্ণামেন্ট' ২০২৩ দেশে আশার আলো ছড়িয়ে দিবে বলে জানান,অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি এ আয়োজনের প্রসংশা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেষার আহমেদ-পিপিএম ( সেবা) । বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটুর সভাপতিত্বে এবং সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে টূর্ণামেন্টের সমন্বয়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার,আহবায়ক রাফিকুল ইসলাম রাশিক ও সদস্য সচিব সারোয়ার ইসলাম পৃথিলসহ অন্যরা বক্তব্য রখেন। উদ্বোধনী খেলায় প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার ও ইয়াং টাইগার্স ক্রিকেট ক্লাব মাঠে নামেন। এই টূর্ণামেন্ট দিনাজপুর,রংপুর,রাজশাহী ও ঢাকার শক্তিশালী ১২ টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। এ আয়োজনে খেলায় অংশ গ্রহণকারি খেলোয়াড ও ক্রীড়াপ্রেমিরা বেশ খুশি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিপৃষ্টপোষকতা ও সার্বিক সহায়তায় এ টূর্ণামেন্ট' এর সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মতূর্জা বিন মাশরাফি এমপি, লিটন দাসসহ অনেক তারকা ক্রিকেটার উপস্থিত থাকবেন।
ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স