ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
হিলিতে ট্রেনের নিচে ঝঁাপ দিয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা
  • মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
  • ২০২৩-০২-২৩ ০৯:২৭:৫৯
দিনাজপুরের হিলিতে ট্রেনের নিচে ঝঁাপ ওয়াদুদ নামের ১০ শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা নিলফামারিগামী তিতুমীর এক্সপ্রেসের নিচে ঝঁাপ দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। সে উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে ও গোহাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নিলফামারীগামী তিতুমীর এক্সপ্রেসটি উপজেলার সাতকুড়ি এলাকা অতিক্রম করার সময় সে রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝঁাপ দিলে তার শরীর খন্ড- দ্বিখন্ডীত হয়ে ঘটানস্থালেই মারা যান। পরিবারের দাবি, একই গ্রামের মামুন হোসেন তার ৯ম শ্রেনীতে পড়–য়া মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যায় মামুন তার বাসায় ডেকে নিয়ে গিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারপিট করায় সে ট্রেনের নিচে ঝঁাপ দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বাবা রশিদুল ইসলাম অভিযোগ করে বলেন, গতকাল বুধবার রাতে একই গ্রামের মামুন তার মেয়ের সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক আছে এমন অভিযোগ এনে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার পরিবারের লোকজন আমার ছেলেকে বেধড়ক মারপিট করেছে। সেই অপমান সহ্য করতে না পেরে আমার ছেলে ট্রেনের নিচে ঝঁাপ দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফঁাড়ির এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত