রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- রাজশাহী প্রতিনিধি:
-
২০২৩-০২-২১ ০৯:৩০:৪৪
- Print
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এঁর সভাপতিত্বে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র পরিচালনায় অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সর্বস্তরের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী সহযোগে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। সকাল ৯.৩০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরী সহ নেতৃবৃন্দ সহযোগে রাজশাহী কলেজের শহীদ মিনার অভিমুখে একুশের ভাষাসংগীত পরিবেশন করা হয়। পরে রাজশাহী কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং শহীদ মিনারস্থলে দোয়া/প্রার্থনা সহ এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ববহ তাৎপর্য সহ আলোচনা ও বক্তৃতাপর্বে বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।