ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে নতুন ৬টি বইয়ের মোড়ক উন্মোচন
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৩-০২-২১ ০৯:২৭:৩২
বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নতুন ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বান্দরবান সরকারি গণ-গ্রন্থাগার কনফারেন্স রুমে নীলপদ্ম সাহিত্য পরিবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সম্মানীত সদস্য সিং ইয়ং ম্রো । এসময় বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল শর্মা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নীলপদ্ম সাহিত্য পরিবারের উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, কবি অনাদী বড়ুয়া, মা শৈ থুই চাক, সহ-সভাপতি কবি প্রভা রাণী ধর, বান্দরবান মানবাধিকার কর্মী কবি নীলিমা আক্তার নীলা, কবি প্রকাশ বড়ুয়া, নীলপদ্ম সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক কবি রিশু চৌধুরীসহ প্রমুখ। এই নতুন ৬টি বই মোড়ক উন্মোচনে ছিলো নীলপদ্ম সাহিত্য পরিবারের ৫ম কাব্যসংকলন "চেতনায় একুশ", কবি প্রভা রাণী ধরের "রক্তাক্ত ডাকঘর", নিউইয়র্ক প্রবাসী কবি রাজু বিশ্বাস রমার "এক মুঠো বৃষ্টি" কবি ব্রাদার আলবার্ট রত্ন "জাগো জাগরণী" ও "আমরা আলোর সন্তান", এবং সৈয়দ আল মাশরুর জিসানের "নিবিরের নোটবুক"।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ