ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০২-২১ ০৩:২৯:০৭
নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে প্রথম প্রহরে রায়পুরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এম.পি। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে অংশ নেয় উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনে নেতবৃন্দ। একুশের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন ও পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান প্রমুখ। ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরীর মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন তারা।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ