ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৩-০২-২১ ০০:২২:৫০
যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে । একুশের প্রথম প্রহর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এসময় তিনি ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে, ২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী