ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কাশিয়ানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
  • মোঃ লিটন শিকদার, কাশিয়ানী (গোপালগঞ্জ)
  • ২০২৩-০২-২০ ২২:২৬:৫৫
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রাত ১২.০১ মিনিটে যথাযথ মর্যাদায় উপজেলা পরিষদ ও কাশিয়ানী উপজেলা প্রশাসন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কাশিয়ানী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ ও প্রভাত ফেরি সকাল সাতটায় পালন করার সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী সহকারী কমিশনার ভূমি মিলন সাহা, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম, কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স তত্ত্বাবধায়ক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মোরশেদুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এজাজুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওহিদুজ্জামান শেখ, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশল মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী, উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, পরবর্তীতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ খালিদ হোসেন মোল্লা (লেবু)কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শেখ মান্নান মুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টি পুষ্প স্তবক অর্পণ, বাংলাদেশ প্রেস ক্লাব, কাশিয়ানী গিরিশচন্দ্র জি সি পাইলট উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী শিশু নিকেতন, প্রমুখ সংগঠন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ