দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী ) শিশু একাডেমিক মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া পাঠ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আকতারুজ্জামান জানান, প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হবে।