বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে সিরাজগঞ্জে সদর উপজেলার কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজ।
সোমবার (২০ ফেব্রুয়ারী)এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাসিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আলহাজ্ব গোলাম আবু ইউসুফ সূর্য, কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এমপি তানভীর শাকিল জয় নবীনদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দীক্ষা আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজ থেকেই নেবে। ভালো মানুষ হতে হলে পড়াশুনা করতে হবে। তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। তাই তোমাদের সুপথে চলতে হবে আলোকিত মানুষ হতে হবে। এছাড়া কলেজের শিক্ষার্থীদের উন্নয়নে যা যা প্রয়োজন পর্যায়ক্রমে তা অবশ্যই করা হবে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান আমার বাবার নামে নাম করণ করা হয়েছে । এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে স্মার্ট নাগরিক। সরকার হবে স্মার্ট সরকার, থাকবে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। সব স্মার্ট গড়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে স্মার্ট শিক্ষা। নতুন শিক্ষাক্রম তৈরির মাধ্যমে সেদিকেই আমরা এগিয়ে চলেছি।’
এসময় ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ সহ কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের শিক্ষক- শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।