ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আরইউজে সদস্য সংবাদকর্মী মোবারক হোসেন শিশির এর থাইল্যান্ড গমন
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • ২০২৩-০২-১৯ ১২:০২:৪৬
চিকিৎসা জনিত কাজে ও দর্শন নিয়ে কিছু স্থান পরিদর্শনের জন্য তিনটি দেশে সফরে গেলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি সংবাদকর্মী মোবারক হোসেন শিশির। সংবাদকর্মী মোবারক হোসেন শিশির এর বড় সন্তান মুক্তার হোসেন আলিফ জানান, তার পিতা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি দৈনিক আমাদের রাজশাহী, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক লাখো কন্ঠ, ডেইলি ফিনান্সিয়াল পোস্ট ও অনলাইন নিউজ এজেন্সি ফেয়ার নিউজ টুয়েন্টি ফোর (এফএনএস)-এ কর্মরত সংবাদকর্মী মোবারক হোসেন শিশির দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য ১৯ ফেব্রুয়ারি ভারতের চেন্নাই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে ২০-২১ ফ্রেব্রুয়ারী শাররীক চিকিৎসা শেষে পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভুটান হয়ে থাইল্যান্ড এর ব্যাংকক শহরে কিছুদিন অবস্থান করবেন। থাইল্যান্ড শহরে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। পিতা হঠাৎ বিদেশ সফরের সিদ্ধান্তে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী,আত্মীয়-স্বজন এর সাথে সাক্ষাৎ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। সংবাদকর্মী মোবারক হোসেন শিশির এর চিকিৎসা সফলের জন্য পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার বড় সন্তান ও পরিবার বর্গ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী