ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়পুরা উপজেলা পরিষদ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০২-১৯ ১০:১৩:৫৭
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৪ প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি তার কর্মীদের নিয়ে রায়পুরা উপজেলা নির্বাচন অফিসে এসে মনোনয়ণ পত্র জমা দেয়। পরে স্বতন্ত্র প্রার্থী মো: কবির হোসেন এবং সোলেমান খন্দকার তাদের কর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন একই পদে নরসিংদী জেলা নির্বাচন অফিসে স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন, শাহ-আলম ও সার্জেন্ট (অব) মুক্তার হোসেন তাদের মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী সকাল থেকে বিকাল পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহন করা হবে। এদিকে উপজেলা ব্যাপী এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স। অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করা লাগে আমরা তাই করবো। যদি কোথাও কোনো প্রকার ঝামেলা হয় তাহলে নির্বাচন স্থগিত করা হবে বা পুণরায় নির্বাচন করা হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী